রাঙ্গুনিয়া মরিয়মনগর কাচাবাজারে ও মুদি দোকানে অভিযান, চার দোকানীকে অর্থদন্ড
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এরঅংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলার মরিয়মনগর চৌমুহনীর কাঁচাবাজার ও মুদি দোকান এলাকায় বাজার মনিটরিং এ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় নানা অভিযোগে চার দোকানীকে ১২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন এই অভিযান চালিয়েছেন। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করার কারনে হোটেল মালিকসহ মুদি দোকান ও কাচাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪টি মামলায় ১২,০০০/- টাকা অর্থদণ্ড দেয়া হয়। সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।