রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভা মৎস্যজীবী দলের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ও নবনির্বাচিত আহবায়ক মো: ইকবাল হোসেনের পবিত্র ওমরাহ হজ্জ পালনে সৌদিআরব গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে নব-নির্বাচিত আহবায়ক মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের আহবায়ক মো: শফিউল আলম।
নবনির্বাচিত সদস্য সচিব মো: পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের যুগ্ম-আহবায়ক মো: ফজলে এহসান শামীম, সৈয়দ মো: ইমাম হোসেন,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মো: আবুল কালাম আজাদ খাঁন,সাবেক ছাত্র নেতা ও রাঙ্গুনিয়া পৌরসভার বিএনপি নেতা মো: শহিদুল ইসলাম সাজু ও রাঙ্গুনিয়া পৌরসভা জাতীয়বাদী দল বিএনপির যুগ্ম-আহবায়ক মো: হাবিব।
এসময় রাঙ্গুনিয়া পৌরসভা জাতীয়বাদী মৎস্যজীবি দলের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাঙ্গুনিয়া পৌরসভার নবগঠিত মৎস্যজীবী দলের কমিটির নেতৃবৃন্দরা চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়বাদী মৎস্যজীবি দল, সদর উপজেলা,বিএনপির নেতৃবৃন্দের প্রতি ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ পবিত্র ওমরাহ হজ্জ পালনকালে জাতীয়বাদী মৎসজীবি দলের সকল স্তরের নেতৃবৃন্দ ও বিএনপির নেতৃবৃন্দসহ রাঙ্গুনিয়াবাসীর জন্য দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে মো: ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান আগত নেতৃবৃন্দ। মো: ইকবাল হোসেন উপস্থিত সকল ও রাঙ্গুনিয়াবাসীর কাছে পবিত্র ওমরাহ হজ্জ সঠিকভাবে পালন শেষে সহিহ সালামতে দেশে ফিরে আসার জন্য দুআ কামনা করেন।